বর্তমানে ফেসবুক প্রফেশনাল মোড এর কথা সবাই জানে। তবে এটির ব্যবহার সবাই জানে না। এটি ফেসবুকের নতুন ফিচার। এই ফিচার টি অল্প দিনেই অনেক জনপ্রিয়তা লাভ করেছে। প্রায় সকল ইউজাররা এই ফিচার পাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। ফেসবুক প্রফেশনাল মোড মূলত - ফেসবুক আপডেটের পর প্রতিটি ইউজারের একাউন্ট ফেসবুক পেজের মতোন দেখা যাবে। তবে এটি দেখতে অনেক সুন্দর। আপনি এই প্রফেশনাল মোড থেকেও টাকা আয় করতে পারবেন।
প্রফেশনাল মোড কি?
ফেসবুক প্রফেশনাল মোড হলো আপনার ফেসবুক প্রোফাইলটিকে পেজের মতো কনভার্ট করে দিবে এবং আপনার আপনার প্রোফাইলে ফলোয়ার - ফলোয়িং দেখতে পারবেন। আবার যারা আপনার ফ্রেন্ড লিস্টে নেই কিন্তে আপনাকে ফলো করেছে তারা ও আপনার আপলোড নতুন সকল পোস্ট দেখতে পারবে। আপনি যেমন ফেসবুক পেইজে আপনার কন্টেন্ট পাবলিশ করতেন তেমনি, আপনি ফেসবুক প্রফেশনাল মোড ব্যবহার করে রিলস - ভিডিও ইত্যাদি আপলোড করতে পারবেন । আপনার কন্টেন্ট যে কেউ দেখতে পারবে। তবে আপনি চাইলে আপনার পোস্ট কারা দেখতে পারবে তা ও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। মূলত আপনি প্রফেশনাল মোড এ পোস্ট এর প্রাইবেসি, পাবলিক বা ফ্রেন্ডরা দেখতে পাবে কিনা তা নিয়ন্ত্রণ করতে পারবেন।
ফেসবুক প্রফেশনাল মোড এর সুবিধা গুলো
চলুন জেনে নেই ফেসবুক প্রফেশনাল মোড এর সুবিধা গুলো কি কি :
নতুন প্রফেশনাল লুক দেখতে পাবেন যা দেখতে অনেকটাই সুন্দর। আমাদের ফেসবুক একাউন্টে প্রফেশনাল মোড চালু করার পর যে লুক টি আসবে তা দেখতে খুবই চমৎকার দেখায়। প্রফেশনাল মোড চালু করার পর আপনার ফলোয়ার, পোস্ট রিচ, পোস্ট এনগেজমেন্ট অর্থাৎ আপনার অডিয়েন্স অনেক বেশি Grow করবে। আপনি আপনার পোস্টের পাবলিক বা প্রাইভেসি নিয়ন্ত্রণ করতে পারবেন।
Earning Opportunity: এই প্রফেশনাল মোড আপনি অন করার পর আপনি এই প্রফেশনাল মোড থেকে টাকা ইনকাম করতে পারবেন। আপনি যাদি আপনার রিলস ভিডিও আপলোড করেন আর যদি আপনি রিলস বোনাস প্রোগ্রামে উপযোগী হয়ে যেতে পারেন তাহলে আপনি রিলস থেকে একটি বোনাস পাবেন।
See what’s Working: আপনি যদি প্রফেশনাল মোড অন করেন তাহলে আপনি আপনার profile overview দেখতে পারবেন। আপনার পোস্টের রিচ পোস্টের এনগেজমেন্ট, লাইক, ফলোয়ার কতো বাড়ছে তা বিস্তারিত সব তথ্য আপনি দেখতে পারবেন। ফেসবুক প্রফেশনাল মোড চালু করে আপনি যদি পোস্ট করেন তাহলে সেই পোস্টের প্রাইভেট মেসেজ করেত পাবেন। আপনি আপনার পোস্টের কমেন্ট অপশনে যারা কমেন্ট করবে আপনি দেখতে পাবেন কমেন্টের সাথে প্রাইভেট মেসেজ নামে অপশন রয়েছে।
ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোড এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মনিটাইজেশন এর সুযোগ। আপনার প্রোফাইল পোস্ট, ভিডিও কন্টেন্ট আপনি মনিটাইজ করতে পারবেন।
ফেসবুক প্রফেশনাল মোড এর অসুবিধাঃ
আপনি যখন ফেসবুকে প্রফেশনাল মোড অন করবেন তখন আপনাকে কেউ Add friend পাঠাতে পারবে না। আপনার একাউন্টে শুধু Follow বাটন টি শো করবে। friend request পাঠাতে হলে প্রোফাইল এ ঢোকে থ্রি লাইন অপশনে ক্লিক করে তার পর পাঠাতে হবে।
প্রফেশনাল মোড চালু করার আগে আপনাকে কেউ friend request পাঠালে সেটা আপনার ফলোয়ার লিস্টে যোগ হতো। এখন প্রফেশনাল মোড চালু করার পর আপনাকে কেউ যদি friend request পাঠায় এটা যদি আপনি accept করেন তখন আপনার একাউন্টে ফলোয়িং যোগ হবে।
Earning Opportunity Not Available বিশেষ করে আমাদের দেশে এটা এখনো Available হয় নি। তবে এটা হয়তো খুব তারাতরি এড করে ফেলতে পারে।
আপনার ফেসবুক আইডি লক থাকা অবস্থায় আপনি যদি প্রফেশনাল মোড অন করেন তাহলে এই লক করা আইডিটা আপনি আনলক করতে পারবেন না। এটা সবার ক্ষেত্রে না কিছু মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। আরো অনেকের অনেক ধরনের ছোট ছোট সমস্যা হয়ে থাকে এটা কোনো আহামরি বিষয় না।
সব মিলিয়ে দেখা যায় যে আপনি যদি ফেসবুক প্রফেশনাল মোড টি অন করেন তবে এটার সুবিধা গুলোই বেশি পাবেন।
তো জেনে নেয়া যাক ফেসবুক প্রফেশনাল মোড চালু করা হয় কিভাবে?
◑ প্রথমে আপনি আপনার ফেসবুক একাউন্ট এ প্রবেশ করুন।
◑ তারপর থ্রি - লাইন অপশনে ক্লিক করুন।
◑ নিচের দিকে পাবেন Turn on professional mode অপশনে ক্লিক করুন।
◑ প্রফেশনাল মোড চালু করতে turn on অপশনে ক্লিক করুন।
এর পর আপনার ফেসবুক একাউন্টের ডেসবোর্ড এ গিয়ে রিফ্রেশ করে চেক করুন দেখবেন আপনার প্রোফাইল পরিবর্তন হয়ে প্রফেশনাল মোড এ পরিণত হয়ে যাবে।
ফেসবুক প্রফেশনাল মোড বন্ধ করার উপায়
অনেক সময় যদি আপনার মনে হয় আপনার প্রফাইলটি আগের মতো করে ফেলবেন, তো দেখে নেই ফেসবুক প্রফেশনাল মোড কিভাবে বন্ধ করা যায়ঃ
ফেসবুক প্রফেশনাল মোড বন্ধ করাও ঠিক চালু করার মতোন এই চলুন দেখে নেইঃ
◑ আপনি কোনো ব্রাউজার থেকে কিংবা অ্যাপ থেকে ফেসবুক একাউন্টে প্রবেশ করুন।
◑ তারপর উপরে থ্রি- লাইন অপশনে ক্লিক করুন।
◑ নিচে Turn off professional mode অপশনে ক্লিক করুন।
◑ তারপর turn off অপশনে ক্লিক করুন।
আপনার ফেসবুক একাউন্টের ডেসবোর্ডে যান এবং রিফ্রেশ করুন আপনার ফেসবুক প্রফেশনাল মোড বন্ধ হয়ে যাবে।
ফেসবুক প্রফেশনাল মোড শো না করলে করণীয়ঃ
ফেসবুক প্রফেশনাল মোড শো না করলে চিন্তার কোনো কারণ নেই। অনেক সময় দেখা যায় ইন্টারনেট স্লো হওয়ার কারণে প্রফেশনাল মোড শো হয় না বা শো হতে দেরি হয়। আপনি পুনরায় আবার চেষ্টা করে দেখুন। যদি তাও শো না হয় তবে আপনি ফেসবুক সাপোর্ট এ যোগাযোগ করে আপনার প্রব্লেম এর কথাটি জানাতে পারেন। অথবা আপনি কিছু দিন অপেক্ষা করে দেখতে পারেন। আশা করি আপনার ফেসবুক প্রফেশনাল মোড অপশন চলে আসবে। আবার ফেসবুক প্রফেশনাল মোড চালু না হবার সবচেয়ে বড় কারণ হলো আপনার ফেসবুক Birthday। আপনি birthday যদি ১৮ বছরের নিচে দেওয়া থাকে তাহলে আপনার প্রফেশনাল মোড চালু হবে না। আপনি প্রোফাইলে গিয়ে birthday পরিবর্তন করুন তাহলেই চালু হয়ে যাবে।
আমাদের এই আর্টিকেলের মাধ্যমে ফেসবুক প্রফেশনাল মোড কি? প্রফেশনাল মোড এর সুবিধা ও অসুবিধা গুলো তুলে ধরা হয়েছে। ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য আমাদের জানান