সাইটে দ্রুত এডসেন্স এপরোভ পাওয়ার উপায়। Fast AdSense Approve Tips Bangla 2023 - এক্সটেনশন আইটি - বাংলার কণ্ঠে প্রতিদিন

এক্সটেনশন আইটি - বাংলার কণ্ঠে প্রতিদিন

আইটি সার্ভিস এন্ড টিউটোরিয়াল

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩

সাইটে দ্রুত এডসেন্স এপরোভ পাওয়ার উপায়। Fast AdSense Approve Tips Bangla 2023

সাইটে দ্রুত এডসেন্স এপ্রুভ পাওয়ার উপায় সম্পর্কে জানতে পারবেন। Fast adsense approve tips Bangla. হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের আর্টিকেলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা দ্রুত আপনার সাইটে গুগল এডসেন্স এপ্রুভ পেতে পারেন। আপনার হয়তো জানেন? বর্তমান সময়ের সাইটে google এডসেন্স এপরোভ পেতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়। গুগল এডসেন্সে বেশ কিছু আপডেট আশার কারণে গুগল শুধু মাত্র কোয়ালিটিফুস সাইটকেই এডসেন্স এপরোভ দিচ্ছে। আর বাকি সাইটগুলো লো ভেলু কন্টেন্ট বা পলিসি ভায়োলেশন ইত্যাদি সমস্যার কারণে রিজেক্ট করে দিচ্ছে৷ 

Fast AdSense approve tips bangla 

সাইটে দ্রুত এডসেন্স এপরোভ পেতে গেলে আমাদের যে বিষগুলোর উপর গুরুত্ব দিতে হবে।

• Site Design

• Custom Domain

• Article 

• AdSense Policy 

• Secret Tips

সাইটে দ্রুত এডসেন্স এপরোভ পাওয়ার উপায় 

Site Design:  Blogger, WordPress বা যে প্লাটফর্মেই আপনার সাইটটি তৈরি করেন না কেনো, প্রথমে আপনার সাইটটি সঠিক ভাবে ডিজাইন করতে হবে। মানে আপনার সাইটটি User Friendly হতে হবে। সাইটে ( About Us, Contact Us, Privacy Policy) ইত্যাদি গুরুত্বপূর্ণ পেজ যুক্ত করতে হবে। সাইটের লোডিং স্পিড এবং Mobile Friendly হয়েছে কিনা তাও খেলায় রাখতে হবে। আপনার সাইটে যে থিম ব্যবহার করছেন সেই থিমে কোনো সমস্যা রয়েছে কিনা তাও যাচাই বাচাই করতে হবে৷ অনেক সময় সাইটে ব্যবহৃত থিমের কারনেও সাইটে পলিসি ভায়োলেশন আসে। মূল কথা হচ্ছে আপনার সাইটের প্রপার ডিজাইন ও গুরুত্বপূর্ণ পেজ যুক্ত থাকতে হবে।

Custom Domain: আপনার সাইটে কাস্টম ডোমেইন যুক্ত করবেন। আপনার সাইটটি ব্লগার প্লাটফর্মে হলে ( BlogSpot) সাবডোমেইনে ও এডসেন্স এপরোভ পাবেন। তবে অনেক সময় লাগবে। তাই সাইটে টপ লেভেলের ( com, in,)  ডোমেইন যুক্ত করুন।

Article: সাইটের মূল প্রাণ ই হচ্ছে কন্টেন্ট বা আর্টিকেল। গুগল কখনোই বলেনি আপনার সাইটে ১০ টি না ২০ টি আর্টিকেল পাবলিশ করে এডসেন্সে এপ্লায় করলে এডসেন্স এপরোভ পাবেন। গুগল আমাদের কাছ থেকে কখনোই কোয়ান্টিটি চাই না, গুগল চাই কোয়ালিটি। তাই আপনার কন্টেন্ট যদি কোয়ালিটিফুল হয় তাহলে আপনি ১০ টি পোস্টে ও এডেসন্স এপরোভ পেতে পারেন৷ আর যদি আপনার কন্টেন্ট কোয়ালিটিফুল না হয় তাহলে আপনি ৫০ টি পোস্ট করেও এডসেন্স এপরোভ নাও পেতে পারেন। তাই আপনাকে কোয়ালিটির উপর ফোকাস দিতে হবে। আপনি কোয়ালিটিফুল ২৫-৩০ টি  ৮০০- ১০০০ শব্দের আর্টিকেল পাবলিশ করে এডসেন্স এপ্লায় করবেন তাহলে দূতই এডসেন্স এপরোভ পেয়ে যাবেন।

AdSense Policy: সাইটে এডসেন্স এপরোভ পেতে গেলে অবস্যই আপনাকে গুগলের কিছু পলিসি মেনে কাজ করতে হবে। নয়তো আপনি আপনার সাইটে কখনোই এডসেন্স এপরোভ পাবেন না।

• কখনোই কারো আর্টিকেল বা ইমেজ কপি করা যাবে না।

• ট্রান্সলেট কন্টেন্ট বা টুলের সাহায্যে রি - রাইট কন্টেন্ট পাবলিশ করলে কখনোই এডসেন্স এপরোভ পাবেন না।

• ইলিগ্যাল কোনো কিছু পাবলিশ করতে পারবেন না।

• ইত্যাদি।

Secret Tips: এখন যে টিপটি আমি সেয়ার করবো সে টিপসটি ব্যবহার করে আমি বর্তমান সময়ে খুব দ্রুতই এডসেন্স এপরোভ পেয়ে যাচ্ছি। আমি আগেই বলেছি আর্টিকেল বা কন্টেন্ট ই হচ্চে সাইটের প্রাণ। তাই আপনাকে সবসময় ইউনিক কন্টেন্ট পাবলিশ করতে হবে৷ যে কন্টেন্ট গুগলে হাজার হাজার রয়েছে সে কন্টেন্ট যদি আপনি পাবলিশ করেন তাহলে আপনার সাইটে লো ভেলু ইরর আসতে পারে। তাই আপনাকে ঐ কন্টেন্ট পাবলিশ করতে হবে একটু ভিন্ন ভাবে। 

উদাহরণ: মনে করুন আমি ( weight loss 30 days)  এই কিওয়ার্ডে কন্টেন্ট পাবলিশ করব। এই কিওয়ার্ডে ত অলরেডি অনেক কন্টেন্ট পাবলিশ করা রয়েছে।  তো এখন কি করা?

 আমি যখন এই কিওয়ার্ডটি লিখে গুগলে সার্চ করলার তখন নিচে আমার কাছে একটি অপশন সো হয়েছে ( People also ask) নামে। মানে এই প্রশ্নগুলো লিখেও মানুষ গুগলে সার্চ করে থাকে। 

ত আপনি এই বিষয়ে আর্টিকেল লিখার সময় উক্ত প্রশ্নগুলোরকে subheading দিয়ে  উত্তরগুলোকে paragraph আকারে লিখে দিবেন। এতে করে আপনার উত্তর যদি নির্ভুল ও পরিপূর্ণ হয় তাহলে গুগল আপনার উত্তর গুলোকে মানুষের সামনে সাজেস্ট করবে এবং সাজেশন থেকেও আপনি ভিজিটর পাবেন। এতে করে আপনার কনটেন্ট ইউনিক ও কোয়ালিটিফুল হয়ে যাবে।

ত আসাকরি উপরোক্ত নিয়গুলো অনুসরণ করলে আপনি খুব দ্রুতই আপনার সাইটে গুগল এডসেন্স এপরোভ পেয়ে যাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য আমাদের জানান

Post Bottom Ad

Responsive Ads Here

Pages